আজকের প্রশ্ন: নিচের কোন দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত?

Tuesday, July 22, 2025

বাংলাদেশের অবিশ্বাস্য জয়

 ২য় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ টসে হেরে বেটিং নামেন একাধিক পরিবর্তন নিয়ে, তানজিদ হাসান তামিম এর পরিবর্তন ওপেনিংয়ে আসে নাইম শেখ বেটিংয়ে তেমন সুবিধা করতে পারেনি ৭ বলে ৩ রাবে আউট হন, 


তার পরে অধিনায়ক লিটন কুমার দাস তিনিও তার ব্যক্তিগত ৮ রানে আউট হন, প্রথম ৬ ওভারে টাইগারদের সংগ্রহ ২৯ রানে ৪ উইকেট, জাকের আলী এবং শেখ মেহেদীর ৫৩ রানে পার্টনারশিপ রানের এটু উইকেটে স্বস্তি দেয়,এর পরে জাকের আলীর ১ চার ও ৫ ছয় তিনি পান ফিফটির দেখা সেই সাথে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩৩/১০ 

বোলাররা প্রথম ওভার থেকেই দারুণ শুরু করেন এবং সিয়াম কে রান আউট করেন টাইগাররা দ্বিতীয় ওভারে আসেন তাসকিন আহমেদের পরিবর্তিত প্লেয়ার শরিফুল ইসলাম এসেই তার তৃতীয় বলে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মুহাম্মদ হারিসকে, এর পরে বোলিংয়ে আসেন তানজিম হাসান সাকিব তিনি জোরা আঘাত করতে পাকিস্তান প্রথম ৬ ওভারে ১৭ রান করেন ৫ উইকেটের বিনিময়ে। 

মাঝখানে ম্যাচের মোড় ঘুরে যায় পাকিস্তানের দিকে কিন্তু রিশাদ হোসেন ফাহিম আশরাফকে বোল্ড আউট করেন,শেষ ওভারে পাকিস্তানের প্রযোজন ১৩ রান, প্রথম বলে চার হাকান এবং পরের বলেই আউট হন এবং বাংলাদেশ জিতে যায় ৮ রানে।

1 comment: