Wicketkeeper Glove Size Calculator

Glove Size Calculator

Wednesday, July 23, 2025

বাংলাদেশের লক্ষ্য বাংলা ওয়াশের!

বাংলাদেশ পাকিস্তান শেষ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা ৬ টায় এর মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। 

লক্ষ হোয়াইটওয়াশের
বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট দল


আগামীকাল পাকিস্তানকে হোয়াইটওয়াশ এর লক্ষে নামবে  বাংলাদেশের টাইগাররা, প্রথম দুই ম্যাচ বাংলাদেশ দাপটের সাথে জয় তুলে নেয়। 

এদিকে পাকিস্তানও চাইবে তাদের শেষ ম্যাচটি ঘুরে দাড়াতে গত ম্যাচ দুটো তারা অনেক বাজে ভাবে হেরেছে, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানে জয় প্রায় নিশ্চিত ছিলো!কিন্তু ফাহিম আশরাফ আউট হবার পর ম্যাচের মোড় বাংলাদেশের দিকে আসে এবং পাকিস্তান কে ৮ রানে পরাজিত করে। 

পাকিস্তানকে শেষ ম্যাচে হারাতে পারলে অর্থাৎ হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশের টি টোয়েন্টি র্যাংকিংয়ে এগিয়ে আসবে একধাপ, বর্তমান বাংলাদেশের অবস্থান দশ নম্বর র্যাংকিংএ শেষ ম্যাচ হারাতে পারলে নয় নম্বরে আসবে বাংলাদেশ। টাইগারদের লক্ষ থাকবে হোয়াইটওয়াশের।

0 Please Share a Your Opinion.: