Wicketkeeper Glove Size Calculator

Glove Size Calculator

Thursday, July 24, 2025

জঘন্য হাড় বাংলাদেশের!

বাংলাদেশ বনাম পাকিস্তান শেষ টি টোয়েন্টি ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে বাংলাদেশ একাদশে আনেন একাধিক পরিবর্তন।  

বাংলাদেশ ক্রিকেট টিম 

ওপেনিং থেকে মিডল অর্ডার এমনকি লোয়ার অর্ডারেও আনেন মোট ৫ জনের পরিবর্তন, একাদশে জায়গায় হয় ফর্মে থাকা তানজিদ হাসান তামিমের এবং মেহেদী হাসান মিরাজ,মোহাম্মদ সাইফুদ্দিন,তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

বাংলাদেশ টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন লিটন কুমার দাস, পাকিস্তানের ওপেনিং দারুণ শুরু করেন পাওয়ার প্লে তে তুলেন ৫৭ রান কোনো উইকেট না হারিয়ে, পাকিস্তানের প্রথম উইকেট আসে ৮২ রানে সিয়াম আইয়ুবকে আউট করেন নাসুম আহমেদ, সাহিবযাদা ফারহান তিনি তার ব্যক্তিগত ৬৩ রানে ইনিংস খেলেন ৬ টা চার ও ৫ টা ছয়,সেই সাথে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৭৮/৭ উইকেট 

১৭৯ রানের লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাটিংগে এসেই দ্বিতীয় বলে আউট হন তানজিদ হাসান তামিম ০ রানে, একের পর এক আউট পাওয়ার প্লেতে ২৯ রানে ৫ উইকেট হাড়ায় বাংলাদেশ। গত ম্যাচে ফিফটি করা জাকের আলী অনিক তিনিও ব্যক্তিগত ২ বল খেলে ১ রানে আউট হন, বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন মোহাম্মদ সাইফুদ্দিন ৩৫ রান যদি তিনি নট আউট ছিলেন,১৬.৪ বল খেলে ১০৪ রান করেন ১০ উইকেট হারিয়ে, ৭৪ রানে হারে বাংলাদেশ, এরিমধ্য ১-২ ব্যবধানে সিরিজ জয় লাভ করেন টাইগাররা।

0 Please Share a Your Opinion.: