আজকের প্রশ্ন: নিচের কোন দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত?

Saturday, July 26, 2025

অবিশ্বাস্য রেকর্ড রুটের "

ভারত বনাম ইংল্যান্ডের ৪থ টেস্ট ম্যাচে জো রুটের অবিশ্বাস ইতিহাস তিনি তার টেস্ট ক্যারিয়ারে হাকান ৩৮ তম শতক

শতক উদযাপন 


 চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে মাঠে নামেন জো রুট তিনি ২৪৮ বলে করেন ১৫০ রান, যার মাধ্যমে সৃষ্টি হয় নতুন এক ইতিহাস। 

টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহ এর তালিকায় প্রথম স্থান ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার যার রানের সংখ্যা ১৫৯২১ ইনিংসের সংখ্যা ৩২৯ টি।তার পরে দ্বিতীয় অবস্থা ছিলো আর এক কিংবদন্তি রিকি পন্টিং (অস্ট্রেলিয়া): ১৩৩৭৮ রান,তৃতীয় অবস্থানে ছিলো  (দক্ষিণ আফ্রিকা) জ্যাক ক্যালিস ১৩২৮৯ রান চতুর্থ অবস্থানে ছিলো ভারতের আর এক কিংবদন্তি রাহুল দ্রাবিড় : ১৩২৮৮ রান,এবং পঞ্চম অবস্থানে ছিলো ইংল্যান্ডের অ্যালিস্টার কুক ১২৪৭১ রান। 

ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট জো রুট ইতিহাসের সব রেকর্ড ভেঙে দেন শুধু মাত্র কিংবদন্তি শচীন টেন্ডকারের রেকর্ড ছাড়া, বর্তমান জো রুট ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন ২৮৬ ইনিংস ৫১.১৮ গড়ে  রান করেছেন ১৩৪০৯ রান যা কি না টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ দ্বিতীয় রান।
শচীন কে ছুঁতে জো রুটের প্রয়োজন ২৫১২ রান।

0 Please Share a Your Opinion.: