টাইগারদের একাদশে পরিবর্তন আসবে?
বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে টাইগারদের একাদশে পরিবর্তন আসবে?আগামীকাল মিরপুরে গড়াবে ২য় টি টোয়েন্টি ম্যাচ, প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে জয় লাভ করেন, বাংলাদেশ চাইবে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জয় লাভ করতে,সেই জন কী একাদশে আনতে পারেন পরিবর্তন?১ম ম্যাচে টাইগারদের পারফরম্যান্স ছিলো দুর্দান্ত বোলিং বেটিং দুইটাই ছিলো ভালো মতন,প্রথমে বোলাররা ভালো সফলতা এনে দিয়ে ছিলো তার পরে ব্যাটার রা দারুণ ভাবে সেটা শেষ করতে পারছিল, যদিও প্রথম ওভারেই তানজিদ হাসান তামিম আউট হন তার পরে লিটন কুমার দাসও আউট হন পরে পারভেজ হোসাইন ইমনরা সেটা দারুণ ভাবে পূরণ করতে পেরেছিলেন, তাই টিম সিলেক্টররা পরিবর্তন চাইবেন না হয়ত তাই বলাই যায় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কোনো পরিবর্তন আসছে না টাইগারদের।
0 Please Share a Your Opinion.: