বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিং নেন, পাকিস্তানের কে ব্যাটসম্যান দের কোনো মতে রান করতে দেননি।
![]() |
ম্যাচ জেতার পর ইমন ও জাকির |
মিরপুরের উইকেট যেনো টাইগারদের হাতের মুঠোয় একের পরে এক উইকেট ব্যাটসম্যানরা যেনো উইকেটে দাড়াতেই পারছেনা। পাকিস্তানের প্লেয়াররা যেনো বাংলাদেশের বোলারদের কাছে অসহায়,মিরপুরের উইকেটে ফাকর জামান ছাড়া যেনো কেউ থাকতে পারছেনা, ফাকর জামান একটই করেন ৩৪ বলে ৪৪ রান সেই সাথে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১০ উইকেটে ১১০ রান। |
বাংলাদেশ ১১১ রানের সহজ লক্ষ নিয়ে মাঠে নামে প্রথম ওভারেই তানজিদ হাসান তামিম ৪ বলে ১ রানে সাজ ঘরে ফিরেন,,মাঠে নামেন লিটন কুমার দাস তিনিও বেশি সময় থাকতে পারেনি ৪ বলে ১ রানে স্লিপে আউট হন, তাওহীদ হৃদয় ও পারভেজ হোসাইন ইমন ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, তার তওহিদ হৃদয়ও আউট হন,জাকের আলী অনিক ও পারভেজ হোসাইন ইমনের ৫৬ রানের দুর্দান্ত ইনিংস বাংলাদেশ কে ৭ উইকেটের জয় এনে দেন।
ম্যাচ সেরা পারভেজ হোসাইন ইমন ৩৯ বলে ৫৬ রান 'চার ৩ টা ছয় ৫ টা।
0 Please Share a Your Opinion.: