Friday, July 18, 2025

টি টোয়েন্টি তে বাংলাদেশের শক্তিশালি স্কোয়াড

তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচআগামী ২০ তারিখে রোজ রবিবার,

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট টিম শ্রীলংকা সফর শেষ করে দেশে ফিরেছেন, বাংলাদেশ টিমের জন্য সিরিজটা একটু কঠিন হবে,  কেননা তারা শ্রীলংকা সফর শেষ করেই দেশে ফিরেছন।তাই প্লেয়ারদের ও বিশ্রামের কোন  সুযোগ নেই।শ্রীলংকা সফরের সকল প্লেয়ার পাকিস্তান সফরেও থাকছেন, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে এ কোনো রকম পরিবর্তন থাকছে না,,

বাংলাদেশের টপঅর্ডারে থাকছেন (অধিনায়ক)-লিটন কুমার দাস,ফর্মে থাকা তানজিদ হাসান তামিম, পার্ভেজ হোসেন ইমন ও নাঈম শেখ

মেডিল অর্ডার থাকছেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকির আলী অনিক

ব্যাটিং অলরাউন্ডার হিসেবে থাকছেন -মুহাম্মাদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান ও মেহেদী হাসান মিরাজ 

লেগ স্পিন হিসেবে থাকবেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ 

ফাস্ট বল ইউনিটে থাকছেন - তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিন হাসান তাসকিনসাকিব।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ  স্কোয়াড (অধিনায়ক)লিটন কুমার দাস, 

সহ- নায়ক শেখ মাহেদী হাসান

তানজিদ হাসান তামিম

পার্ভেজ হোসেন ইমন

নাঈম শেখ

তাওহীদ হৃদয়

 শামীম হোসেন পাটোয়ারী

 জাকির আলী অনিক

মুহাম্মাদ সাইফুদ্দিন

শেখ মেহেদি হাসান 

 মেহেদী হাসান মিরাজ

রিশাদ হোসেন 

নাসুম আহমেদ 

তাসকিন আহমেদ 

মুস্তাফিজুর রহমান

শরিফুল ইসলাম 

তানজিন হাসান তাসকিনসাকিব।




0 Please Share a Your Opinion.: